দ্য রিপোর্ট ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাসভাঙা জয় উদযাপন করতে এরইমধ্যে সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যারা নিয়ে এলেন এ জয়, তাদেরও উদযাপনের সুযোগ করে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। দলের প্রত্যেককে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে বলে জানা গেছে।

 

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে রোলস-রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করেছেন বলে জানা গেছে।

গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের প্রথম অঘটনটি উপহার দেয় সৌদি আরব। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। এর পরপরই বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সেই প্রস্তাবে বাদশাহ অনুমোদন দেন। ফলে সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় আজ বন্ধ থাকছে। পরে সেই যুবরাজই আবার ঘোষণা দেন, আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি পুরস্কার দেওয়া হবে।

সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে যায় দেশটিতে। এমনিতে ফুটবলপাগল দেশ সৌদি আরব। অবিস্মরণীয় এ জয়ের পর রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন হাজার হাজার লোক। আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা, জয়োল্লাসে বুঝিয়ে দিয়েছেন তারা।