দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

 

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা আক্তার গণমাধ্যমকে এ কথা জানান।


শামীমা আকআতর জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। কিছুটা দূরে যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছামাত্রই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।