দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। কুঁচকির চোটে পড়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়ানডে কাপ্তান। 

 

তবে শুধু ওয়ানডে সিরিজ নয়, শঙ্কা জেগেছে তামিমের টেস্ট সিরিজে খেলা নিয়েও। প্রথম টেস্টে তামিমকে না পাওয়ার শঙ্কার কথা জানিয়েছে বিসিবি।

নিজেদের মধ্যে গতকাল খেলা প্রস্তুতি ম্যাচের সময় ইনজুরিতে পড়েন তামিম। চোটের অবস্থা বুঝতে আজ তামিমের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এরপরই বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয় তাকে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে।

মিরপুরে আগামী ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে এই দুই দল। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে খেলবে দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রামে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডের পর তিনদিনের বিরতি দিয়ে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। ২২ ডিসেম্বর মিরপুরে ২য় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।