দ্য রিপোর্ট প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৪.২৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৪ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ১৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯৫ লাখ ৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৫৯ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯১ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জেনেক্স ইনফোসিসের ১৬.৮৯ শতাংশ, বিডিকমের ১৬.১২ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ১৫.৭৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫.৪৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৫.২৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৪.২৯ শতাংশ এবং জেমিনি সী ফুডের ১৪.২৭ শতাংশ দর বেড়েছে।