দ্য রিপোর্ট ডেস্ক:  নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির শিক্ষা পুলিশ ও জনসেবাবিষয়ক মন্ত্রী ক্রিস হিপকিন্স। স্থানীয় সময় বুধবার দেশটির ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। 

 

 

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মন্দার মধ্যে আগামী অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টিকে জয়ী করার জন্য কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে ৪৪ বছর বয়সী হিপকিন্সকে।

নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরো তার বন্ধু ও সহকর্মীদের সামনে সংক্ষিপ্ত শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে হিপকিন্স বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব। সামনে রয়ে যাওয়া চ্যালেঞ্জগুলো দেখে আমি উজ্জীবিত ও উচ্ছ্বসিত।

কার্মেল সেপুলোনি উপ-প্রধানমন্ত্রী হিসাবেও শপথ নিয়েছেন, প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের ঐতিহ্যের কোনো ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি হিপকিন্সকে অভিনন্দন জানান এবং তার ওপর যে আস্থা রেখেছিলেন তার জন্য তাকে ধন্যবাদ জানান।

অরডার্ন সরকারের কোভিড-১৯ মহামারী মোকাবিলায় নেওয়া উদ্যোগে নেতৃত্ব দিয়ে মন্ত্রী হিসেবে নিজের একটি ভাবমূর্তি তৈরি করেছিলেন হিপকিন্স। সেই ভাবমূর্তিতে ভর করে এবার তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছে গেলেন।