দ্য রিপোর্ট প্রতিবেদক:  বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৫০০ টন সার বোঝাই ‘এমভি শাহাজালাল এক্সপ্রেস’ নামের একটি লাইটার জাহাজ পানিতে ডুবে গেছে। এসময় জাহাজে থাকা মাস্টারসহ ৮ কর্মচারী নদী সাঁতরে পাশেই থাকা অপর একটি লাইটার জাহাজে উঠে পড়েন। 

 

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, লাইবেরিয়া পতাকাবাহী ক্লিংকার ভর্তি বাণিজ্যিক জাহাজ ‘এমভি সুপ্রিম ভ্যালোর’ সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি শাহজালাল এক্সপ্রেস’ লাইটার জাহাজটির প্রোপেলার ভেঙ্গে যায়। যার ফলে ভাঙ্গা স্থান থেকে পানি জাহাজে প্রবেশ করে। এক পর্যায়ে জাহাজটি ডুবে যায়।

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৫০০ টন সার বোঝাই ‘এমভি শাহাজালাল এক্সপ্রেস’ নামের একটি লাইটার জাহাজ পানিতে ডুবে গেছে। এসময় জাহাজে থাকা মাস্টারসহ ৮ কর্মচারী নদী সাঁতরে পাশেই থাকা অপর একটি লাইটার জাহাজে উঠে পড়েন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, লাইবেরিয়া পতাকাবাহী ক্লিংকার ভর্তি বাণিজ্যিক জাহাজ ‘এমভি সুপ্রিম ভ্যালোর’ সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি শাহজালাল এক্সপ্রেস’ লাইটার জাহাজটির প্রোপেলার ভেঙ্গে যায়। যার ফলে ভাঙ্গা স্থান থেকে পানি জাহাজে প্রবেশ করে। এক পর্যায়ে জাহাজটি ডুবে যায়।

জাহাজে থাকা সার পানি দ্রবভূত হলে পরিবেশ বিপর্যয় ঘটবে কিনা এমন প্রশ্নে হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, ‘আসলে সার একটি দ্রবনীয় পণ্য।

ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি শাহাজালাল এক্সপ্রেস মালিক ভাই ভাই শিপিং নাইন নামের একটি কোম্পানি। লাইবেরিয়ার পতাকাবাহী সারবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি ভিটা অলম্পিক’ গেল ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিকটন সার নিয়ে মোংলা বন্দর চ্যানেলে বহিনঙ্গোর সুন্দরিকোঠা-১ এলাকায় আগমন করে।