দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীরা রাজপথে থাকবে। সমমাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

 

বিএনপি ও এর সমমনা দলগুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে বহুদিন ধরেই আন্দোলন করে আসছে। দলগুলোর পক্ষ থেকে কর্মসূচি পালন শেষ হলে আবারও নতুন করে কর্মসূচি দেওয়া হয়।

এদিকে বিএনপির কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচি থাকে। বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ ‘উস্কানিমূলক পাল্টা’ কর্মসূচি দেয় বলে বিএনপি থেকে অভিযোগ করা হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। দলটি দাবি করে বিএনপি যেন সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্যই তারা রাজপথে থাকেন।

বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি সবসময় আন্দোলনে ব্যর্থ হয়ে সন্ত্রাসের পথ বেছে নেয়।