দ্য রিপোর্ট ডেস্ক: তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ান্তেপে শক্তিশালী এক ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় অন্তত ১১৮ জন নিহত হয়েছেন। তুরস্কের দুর্যোগ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ড বলছে, ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও ৪৪০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
অন্যদিকে সিরিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটিতে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। বহু ভবন ধসে পড়েছে দেশটিতে। এতে চাপা পড়েছেন অনেক মানুষ।

মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগের বরাত দিয়ে বিবিসি জনিয়েছে, স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৭ দশমিক ৮ মাত্রা। শক্তিশালী এই ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন। এসব ভবনে আটকে পড়েছে অনেক মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

তাৎক্ষণিক এক বিবৃতিতে দেশটির কর্মকর্তারা জানিয়েছে, এতে মালাতিয়া প্রদেশে ২৩ জন, সানলিউরফায় ১৭, দিয়ারবাকিরে ৬ জন এবং ওসমানিয়ায় ৫ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা ক্রমশই বাড়ছে বলেও জানান তারা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমন সোইলো জানান, এ ভূমিকম্পে গাজিয়ানটেপ, কাহরামানমারাস, হাতায় এবং ওসমানিয়েসহ অন্তত ১০টি শহর আক্রান্ত হয়েছে।

তুরস্কের পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও ভূমিকম্পের প্রভার টের পাওয়া গেছে। ভূমিকম্পে সিরিয়ায় ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।