দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর কারণে পাকিস্তানি শীর্ষ ক্রিকেটারদের কেউই আর বিপিএলের নকআউট পর্বে খেলতে পারবেন না। যে কারণে প্লে-অফ নিশ্চিত করা চার দল-সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স নিজেদের ডেরায় নতুন বিদেশি ভেড়ানোয় ব্যস্ত।

নতুন এই মিশনে সবার চেয়ে এগিয়ে সম্ভাবত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার লক্ষ্য ছিল ইংলিশ অলরাউন্ডার মঈন আলি আর ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনিল নারিনকে নিজেদের দলে ভেড়ানো।

সে অনুযায়ী আজ দিবাগত মঙ্গলবার দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনিল নারিন ঢাকায় এসে পৌঁছেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের ভেরিফায়েড পেইজে নিশ্চিত করেছে এ খবর। টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাকবেন তারা এমনটাও নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।

অন্যদিকে মঈন আলির সঙ্গেও কথাবার্তা চলছে তাদের। যদিও এখনও তার আসা শতভাগ নিশ্চিত হয়নি।