দ্য রিপোর্ট প্রতিবেদক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে রোববার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

 

সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। আর তাই চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত রেখে মিরপুরে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে হারের বৃত্ত থেকে বের হয়ে সমতায় ফিরতে চায় ইংলিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরমেটে সিরিজ জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার নিজেদের মাঠে ওয়ানডে হাত ছাড়া হলেও আশার আলো দেখছে টি-টোয়েন্টি দিয়ে।

সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে সাকিবরা। কিন্তু মিরপুরে টাইগারদের টিম কম্বিনেশন ও গেম প্ল্যান বিবেচনায় একটি পরিবর্তন আসতে পারে টাইগারদের একাদশে।

তবে গুঞ্জন উঠেছে, যেহেতু মিরপুরের পিচ তুলনামূলক ধীরগতির ও লো বাউন্সের, তাই কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত এক স্পিনারকে একাদশে রাখতে পারেন টিম ম্যানেজমেন্ট। এজন্য একাদশে থাকা দুই বাঁ-হাতি সাকিব আল হাসান ও নাসুম আহমেদের সঙ্গে অফস্পিনার মেহেদি হাসান মিরাজ দলে ভেড়ানো হতে পারে। এক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম পাটোয়ারী।

যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কিছুই খোলাসা করেনি টিম ম্যানেজমেন্ট। এমনকি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে গেছেন। তাই প্রধান নির্বাচকের আকার-ইঙ্গিততে মনে হচ্ছে একাদশে পরিবর্তন নাও আসতে পারে।

এদিকে প্রথম ম্যাচে একাদশে তিনজন পেসার ছিল। আর ওই ম্যাচে যেহেতু পেসার হাসান মাহমুদ বিশেষভাবে ভূমিকা রেখেছেন। তাই তার জায়গা নিশ্চিত। তবে পিচ বিবেচনায় মিরাজের অন্তর্ভুক্তি ঘটানোর সম্ভাবনা অনেক। তাই নির্বাচকদের অটোচয়েজ মোস্তাফিজ কিংবা তাসকিনের কেউ একজন দ্বিতীয় ম্যাচের একাদশে নাও থাকতে পারেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সিরিজ জয়ের মিশনে কীভাবে একাদশ সাজাচ্ছেন টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।