দ্য রিপোর্ট প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, মুরগির অস্বাভাবিক দাম রাতারাতি কমে আসবে না। এর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। মুরগির বাজার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে।

 

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোলট্রি শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাজারে সরবরাহ সংকটের কারণেই মূলত মুরগির দাম বেড়েছে। দীর্ঘদিন খামারিরা লস করেছে, অনেক খামার বন্ধ হয়ে গেছে, মুরগির নতুন বাচ্চা তুলেননি। এর ফলে উৎপাদন ও সরবরাহ অনেক কমেছে। এ ছাড়া মুরগির খাবারের দাম আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক বেড়েছে। এসব কারণে বাজার অনেক চড়া।

তিনি বলেন, রোজার সময় মুরগির দাম আর বাড়বে না। রমজানে পোলট্রি বাজার নিয়ন্ত্রণে সরকার সজাগ থাকবে।

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এমদাদুল হক তালুকদার,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।