দ্য রিপোর্ট ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে গুরুত্ব না দিয়েই ক্রিমিয়া উপদ্বীপ পরিদর্শনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর ক্রিমিয়া পরিদর্শনে যান পুতিন। শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হবার ৯ বছর পূর্তিতে উপদ্বীপটিতে উপস্থিত হন প্রেসিডেন্ট পুতিন। তবে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাননি তিনি।

এসময় ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগ করা সেভাস্তপোল গভর্নর পুতিনকে অভিবাদন জানান। রাশিয়া ইউক্রেনের এই অঞ্চলটি ২০১৪ সালে দখল করে রুশ ফেডারেশনে যুক্ত করেছিল।

এরআগে, ইউক্রেন থেকে বেআইনিভাবে শিশুসহ বহু মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়। আদালতের এই পরোয়ানাকে টয়লেট পেপার’র সঙ্গে তুলনা করেছে মস্কো।