তারেক সালমান ও রেজাউল করিম, লংমার্চ থেকে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘ভারতের কাছ থেকে ন্যায্য পানি আনতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তারা পানিচুক্তি করতেও ব্যর্থ হয়েছে। কারণ এ সরকারের কোনো ভিত্তি নেই। ভোটারবিহীন নির্বাচন করে এ সরকার ভারতের তাঁবেদারি করছে।’

তিনি বলেন, ‘পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার, ভারত ও আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করার জন্য বিএনপি লংমার্চ কর্মসূচি পালন করছে।’

বিএনপি ঘোষিত তিস্তা লংমার্চ উপলক্ষে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘আওয়ামী লীগ সরকার পানিচুক্তি করতে ব্যর্থ হলেও ভারতকে ট্রানজিট দিয়েছে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে বিএনপি নেতাকর্মীরা জনগণকে জাগ্রত করতে কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। ৫৪টি অভিন্ন নদী বয়ে চলেছে আমাদের দেশের উপর দিয়ে। প্রত্যেকটি নদী এসেছে ভারত থেকে। নদীর প্রবাহ অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা পাওয়ার কথা থাকলেও ভারত একতরফাভাবে নদীতে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছে। দেশের কোনো নদীতে এখন পানি নেই। বাংলাদেশ মরুভূমিতে পরিণত হচ্ছে।’

সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান লেবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল মান্নান ও সেলিনা রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এ সময় উপস্থিত ছিলেন।

লংমার্চটি মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এসে পৌঁছায়। ২৩ মিনিটের পথসভা শেষে ১২টা ৩৭ মিনিটে লংমার্চ রংপুরের উদ্দেশে কড্ডার মোড় ত্যাগ করে।

লংমার্চ ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বক্তারা এ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেন।

(দ্য রিপোর্ট/আরকে/এমএআর/সা/এপ্রিল ২২, ২০১৪)