দিরিপোর্ট২৪ ডেস্ক : ঈদের ছুটি শেষে জমে উঠেছে ঢাকার কাঁচাবাজারগুলো। মাংসের স্বাদ অনেক নেওয়া হয়েছে। এখন যেন রুচি বদলের সময়। তাই কাঁচাবাজারে সবজির খোঁজে ব্যস্ত ক্রেতারা।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে। সকালে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। ঈদের আগে বাজারভেদে এর কেজি ছিল ১১০ থেকে ১২০ টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, ঈদের পর বাজারে কাঁচা মরিচের চালান কম। এ কারণে দাম বেশি।

রবিবার প্রতি কেজি শসা ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। বরবটি ৪০ থেকে ৪৫ টাকায়, বেগুন ৫০, করলা ৩০, ঢ্যাঁড়স ৩৫, কাঁচা পেঁপে ১৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ১৫-১৬ টাকায়। মানভেদে এক হালি লেবুর দাম ১৫ থেকে ২০ টাকার মধ্যে।

ইস্কাটন থেকে কাওরানবাজারে আসা গৃহিনী ইফফাত আরা বলেন, মাংস তো ক’দিন ধরে খুব খাওয়া হচ্ছে। তাই রুচি বদলের জন্য সবজির খোঁজ।

(দিরিপোর্ট২৪ডটকম/ওএস/এইচএস/অক্টোবর ২০, ২০১৩)