দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার সরকারি কার্যালয় ইউনিয়ন বিল্ডিংয়ে নেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলার মরদেহ। নেওয়ার সময় এই মহামানবকে শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা, ম্যান্ডেলার বিধবা স্ত্রী গ্রাসা ম্যাচেল ও সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা। খবর আলজাজিরা ও সিএনএনের।

বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত এ নেতাকে সরকারি কার্যালয়ে নেওয়ার পথে তার পরিবারসহ সরকারি কর্মকর্তারা লাইন ধরে শ্রদ্ধা নিবেদন করেন।

এখানে তিন দিন রাখার পর ১৪ ডিসেম্বর মিলিটারি বিমানে করে ম্যান্ডেলার মৃতদেহ মথাথা শহরে নিয়ে যাওয়া হবে। সেখানকার রাস্তা ঘুরে তার মৃতদেহ শৈশবের স্মৃতিবিজড়িত কুনু গ্রামে পৌঁছবে। ১৫ ডিসেম্বর কুনু গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

এই তিনদিন দেশটির সাধারণ জনতা প্রিয় এই নেতার মৃতদেহ দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১১, ২০১৩)