চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি মেয়র মনজুর আলম পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর পরপর হাজার হাজার সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্প্য অর্পণ করেন। এ সময় চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশের গান পরিবেশন করেন।

এদিকে বিজয় দিবস উদযাপন নিবিঘœ করতে নগরজুড়ে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বলেন, বিজয় দিবস উদযাপন যাতে নিবিঘœ হয় তার জন্য নগরজুড়ে বিশেষ নিরাত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে। শহীদ মিনারে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামরা।

বিজয় দিবস উপলক্ষে সিটি করপোরেশন সোমবার সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ ছাড়া দুপুর ১২টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে সিটি করপোরেশন। সকাল ৮টায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীর কুজকাওয়াজ। বিজয় দিবস উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় আলোকসজ্জা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩)