দিরির্পোট২৪ ডেস্ক : পর্তুগালে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের রানা তাসলিম। গত ২৯ সেপ্টেম্বর রোববার পর্তুগালের রাজধানী শহর লিসবনের সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিশনার পদে নির্বাচিত হয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) সহসভাপতি রানা তাসলিম। বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম পর্তুগালে কমিশনার নির্বাচিত হলেন।

পর্তুগালের বিরোধী দল স্যোশালিস্ট পার্টি পিএসের সক্রিয় প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ কমিউনিটির রানা তাসলিম গত ২৩ বছর ধরে পর্তুগালের রাজধানী লিসবনে বসবাস করছেন। স্থানীয় ট্রাইব্যুনালের সরকারি দোভাষী হিসেবে কাজ করেছেন ১৮ বছরের বেশি সময়। বর্তমানে পর্তুগীজ নাগরিক। তিনি প্রবাসী বাঙালিদের সুখ-দুঃখের পরীক্ষিত সহযাত্রী। দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পর্তুগীজ জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরিতে বাংলাদেশ কমিউনিটির অন্যতম নেতা রানা তাসলিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বছরের পর বছর।

(দিরির্পোট২৪/এইচএস/৫ অক্টোবর, ২০১৩ )