দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক আফতাব আহমদ তার গাড়ি চালকের হাতেই খুন হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি জানান, মূলত অর্থ সংক্রান্ত বিষয়ের কারণে তাকে হত্যা করে পালিয়েছে চালক হুমায়ুন কবির। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, কাকতালীয় কিছু না ঘটলে এটা নিশ্চিত করেই বলা যায় তাকে চালকই খুন করেছে।

মনিরুল ইসলাম জানান, আফতাব আহমদের পূর্বের গাড়ি চালক নাসিরকে গোয়েন্দা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

এ ঘটনায় রামপুরা থানায় নিহত ফটো সাংবাদিকের ছেলে মনোয়ার হোসেন বাদী হয়ে চালক হুমায়ুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

প্রসঙ্গত রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের নিজ (৬৩ নম্বর) বাসায় খুন হন আফতাব আহমদ। বুধবার সকাল ১০টায় ওই বাসার তিনতলা থেকে হাত-পা বাধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসবি/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)