দ্য রিপোর্ট প্রতিবেদক : অনুৎপাদনে থাকা সিভিও পোট্রোকেমিক্যাল রিফাইনারি ‘জেড’ ক্যাটাগরিতে রুপান্তরিত হওয়ায় গত সপ্তাহে টপ টেন লুজারে স্থান দখল করেছে। কোম্পানিটির শেয়ার দর ২৪.৭৯ শতাংশ হ্রাস পেয়ে এ অবস্থানে আসে।

৬ মাসের বেশি সময় অনুৎপাদনে থাকা কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয় উভয় স্টক এক্সচেঞ্জ। ১৮ ডিসেম্বর  ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যাওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ার দর হ্রাস পেতে থাকে। যেখানে কোম্পানিটির শেয়ার ৬ কার্যদিবসে ৩২৭.২ টাকা কমে ৯৪৩ থেকে ৬১৫.৮ তে অবস্থান করছে।

গত সপ্তাহের ৪ কার্যদিবসে কোম্পানিটির মোট ১০ কোটি ৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ২ কোটি ৫১ লাখ ৩৩ হাজার টাকার।

কোম্পানিটির মোট ১ কোটি ৯৮ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.০৫ শতাংশ ও বাকি ৩৩.৯৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এইচএসএম/ডিসেম্বর ২৮, ২০১৩)