দিরিপোর্ট২৪ প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মাহবুব-উল-আলম হানিফ দিরিপোর্ট২৪কে বলেন, ‘সঠিক সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ এই পদ থেকে সরে দাঁড়াতে চাচ্ছিলাম। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ লাভজনক হওয়ায় আমি নিজেই পদত্যাগের জন্য আবেদন করেছিলাম। এই পদে থেকে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমি নির্বাচনী কাজে নিজেকে আরও ভালোভাবে সম্পৃক্ত করতে পারব।’

এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন দিরিপোর্টকে বলেন, ‘আমি বিষয়টি নিশ্চিত না।’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কথা বলা হলে তিনি বলেন, ‘এটা জনপ্রশাসন মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

(দিরিপোর্ট২৪/রানা মাসুদ/আইজেকে/এমডি/অক্টোবর ২৭, ২০১৩)