দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে তিন শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত রমনা, ধানমণ্ডি, হাজারিবাগ, নিউমার্কেট ও বাড্ডা থানা এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্তত তিন শতাধিক ব্যক্তিকে আটক করা হয়ে।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান জানান, রমনা থানা এলাকায় মগবাজার, মালিবাগ, মৌচাক ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসীদের পাশাপাশি ঢাকায় আগত নাশকতাকারীদের আটক করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা হয় বলেও জানান তিনি।

শিবলী নোমান জানান, অভিযানের সময় তালিকাভুক্তদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেও যদি কোনো নিরপরাধ ব্যক্তি থেকে থাকেন তবে যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেওয়া হবে।

ডিএমপির বিশেষ সূত্রে জানা গেছে যৌথবাহিনীর অভিযানে বাড্ডা এলাকায় ১০৫ জন, রমনায় ৮০, রামপুরায় ৩০, হাজারীবাগ ৬০, নিউমার্কেট ৫০ ও ধানমণ্ডিতে ৫০ জনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/ কেজেএন/ এমডি/ ডিসেম্বর ২৯, ২০১৩)