দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা এমপি ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলিকে আটকের কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে পুলিশ।

গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে থেকে সোমবার দুপুর ১টা ২৫ মিনিটে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটকের পর বেলা দুইটার দিকে ক্যান্টনমেন্ট থানা থেকে তাদের গুলশান নিয়ে আসা হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।

আটকের আগে সেলিমা রহমান বলেন, ‘আমরা ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা করতে চাই। ম্যাডামের সঙ্গে দেখা করে চলে যাব।’

এ সময় পুলিশ বাধা দিলে তিনি বলেন, ‘আপনারা কি ম্যাডামকে অবরুদ্ধ করে রেখেছেন? যদি না করে থাকেন তাহলে আমরা দেখা করতে চাই।’

উপস্থিত পুলিশ সদস্যের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অফিসারকে ডাকেন আমরা উনার সঙ্গে কথা বলতে চাই। কথা বলে চলে যাব।’

এর পরপরই অনেকটা ধস্তাধস্তি করে নারী পুলিশ সদস্যরা একটা সাদা মাইক্রোবাসে তুলে তাদের নিয়ে যায়।

এদিকে শনিবার থেকে খালেদা জিয়ার বাসার দুই পাশে বালুভর্তি ট্রাকের ব্যারিকেটের পাশাপাশি র‌্যাবের সশস্ত্র অবস্থান দেখা গেছে। এছাড়া ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত দুই দিনের মতোই সোমবারও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান করছে। বাসার মূল ফটকের সামনেই নারী পুলিশের সর্তক অবস্থান দেখা যায়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/এমডি/লতিফ/ডিসেম্বর ৩০,২০১৩)