thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

‘নৃত্যের দিগন্ত প্রসারিত হল’

২০১৪ জানুয়ারি ০৪ ১৪:২৭:৫৬
‘নৃত্যের দিগন্ত প্রসারিত হল’

মুহম্মদ আকবর, দ্য রিপোর্ট : ভাবপ্রকাশ, প্রভুর আশীর্বাদ কামনা পরে বিনোদনের মাধ্যম হিসেবে নৃত্যশিল্প যুগ যুগ ধরে দেশে দেশে টিকে আছে নিজস্ব স্বকীয়তা নিয়ে। বাংলাদেশেও এ শিল্পর রয়েছে আলাদা কদর ও সম্মান। সম্প্রতি নৃত্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করা হয়েছে সেই সঙ্গে প্রথমবারের মতো (তিনটি ক্যাটাগরির একটি) একজন নৃত্যশিল্পীকে প্রদান করেছে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী পদক-২০১৩’। এ শিল্প ক্রমানুযায়ী স্কুল, কলেজেও পাঠ্য হবে সরকারি মহল থেকে আশ্বস্থ করেছে। এমন সংবাদ নৃত্যাঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে নৃত্যাঙ্গনে সফলতার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের মন্তব্য নিয়ে দ্য রিপোর্টের এই আয়োজন।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক বলেন, ‘সারাদেশের নৃত্য শিল্পীদের প্রত্যাশা ছিল একাডেমিক শিক্ষাঙ্গনে নৃত্যকে অন্তর্ভুক্ত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আমাদের স্বপ্নের দুয়ার খুলতে শুরু হল। এতে করে উন্মোচিত হল নৃত্যের বিশাল দিগন্ত। সরকারি কর্মযজ্ঞের ধারাবাহিকতা অব্যাহত থাকলে নৃত্য অচিরেই একটি বড় স্থান দখলে করে নিবে।’

বহুদিন ধরে কামাল লোহানী নৃত্যশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। নৃত্যশিল্পের প্রতি সরকারের ইতিবাচক মনোভাবের প্রতি উদ্দেশ করে তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৩ বছর পরও দেশের লোকজ ভাণ্ডার তথা ঐতিহ্যবাহী শিল্পের উৎকর্ষ সাধনার জন্য সুবিচার করেনি কোন সরকার। যে কারণে নৃত্য দীর্ঘদিন ধরে নেগলেটেড ছিল। নৃত্যকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করায় অন্তত সাংস্কৃতিক উত্তরাধিকারের কিছুটা ঋণ পরিশোধ হল।’

সম্প্রতি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা কর্তৃক নৃত্যাচার্য ‘বুলবুল চৌধুরী’ পদক পেয়েছেন প্রবীণ নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান। তিনি বলেন, ‘নব উদ্দীপনায় নৃত্য এগিয়ে চলছে। তৈরি হচ্ছে নতুন নতুন ক্ষেত্র। ফলে পেশাভিত্তিক নৃত্যচর্চার যাত্রা আরও বেগবান হবে এবং বুলবুল চৌধুরীরর নৃত্যভাবনার বাস্তব রূপায়ন হবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রথম নৃত্যশিল্পীর পদকপ্রাপ্তির পর নৃত্যগুরু আমানুল হক বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য স্থানের মতো নৃত্যের দ্বার উন্মোচিত হল। শিল্পকলা একাডেমী পদক প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্তিকরণসহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালগুলোও নৃত্যশিল্পকে নিয়ে ভাবছে। একজন নৃত্যশিল্পীর কাছে এটা অত্যন্ত আনন্দের সংবাদ।’

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/সা/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর