thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

গত সপ্তাহে সার্বিক পিই বেড়েছে ৩.৩৫ শতাংশ

২০১৪ জানুয়ারি ০৪ ১৫:০৩:০৬
গত সপ্তাহে সার্বিক পিই বেড়েছে ৩.৩৫ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেন হওয়া চার কার্যদিবস অধিকাংশ শেয়ারের দর বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক ‍মূল্য আয় অনুপাত (পিই) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর পিই ছিল ১৫.২৭ এবং আগের সপ্তাহে পিই ছিল ১৪.৭৭ পয়েন্ট। অর্থাৎ গত সপ্তাহে পিই বেড়েছে ০.৫ পয়েন্ট বা ৩.৩৫ শতাংশ।

সপ্তাহ শেষে খাত ভিত্তিক পিইর হিসেবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১৯.১১ পয়েন্টে, আর্থিক খাতের পিই অবস্থান করছে ২৪.৭৩ পয়েন্টে, প্রকৌশল খাতের ২০.০৪, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২২.৫০, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১০.৮৩, পাট খাতের ১২৮, বস্ত্র খাতের ১৭.১৩, ওষুধ ও রসায়ন খাতের ১৮.২৫, সেবা ও আবাসন খাতের ৩৩.০৪, সিমেন্ট খাতের ১৬.৪৮, তথ্যপ্রযুক্তি খাতের ২৭.২২, চামড়া খাতের ১৫.১৩, সিরামিক খাতের ২৭.২৬, বিমা খাতের ২৭.০১, বিবিধ খাতের ৩০.৯৮, পেপার ও প্রকাশনা খাতের ৭৯.৩২, টেলিযোগাযোগ খাতের ২০.৫৪ এবং ভ্রমন ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ১৭.২১ পয়েন্টে।

উল্লেখ্য, খাত ভিত্তিক পিই হিসেব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলো বাদ দিয়েছে।

(দ্য রিপোর্ট/এইচকে/আরকে/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর