thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জাতীয় নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করবে আম আদমি

২০১৪ জানুয়ারি ০৪ ১৬:০৮:৫৮
জাতীয় নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করবে আম আদমি

দ্য রিপোর্ট ডেস্ক : নয়া দিল্লির নির্বাচনে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার আম আদমি পার্টির চোখ জাতীয় নির্বাচনের দিকে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের জন্য প্রথম দফা প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে এএপি।

এএপির ২৩ সদস্য শনিবার নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাবে চলতি বছরের মে মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পরিকল্পনা ও কৌশলের ব্যাপারে আলোচনা করতে একটি বৈঠকে বসেছেন।

ইতোমধ্যে গুজরাট, হারিয়ানা ও উত্তর প্রদেশের সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএপি। জনগণকে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে চেন্নাইতে ক্যাম্পেইনও করেছে এএপি।

উত্তর প্রদেশের আমেথিতে রাহুল গান্ধীর বিপক্ষে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন এএপি নেতা কুমার বিশ্বাস।

আম আদমি পার্টির নেতা ও নয়া দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-এর আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস-বিজেপিসহ সমাজের সব শ্রেণির ‘সৎ’ মানুষকে তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। (সূত্র: এনডিটিভি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/সা/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর