thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে গোল্ডেন সন

২০১৪ জানুয়ারি ০৪ ১৭:০৪:২৯
সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে গোল্ডেন সন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহজুড়ে ৭৮ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন। সপ্তাহের শেষ কার্যদিবসে এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৩.৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্থান পতন শেষে গত ৩০ ডিসেম্বর শেয়ারটি সর্বোচ্চ ৬৫.৬ টাকা দরে লেনদেন হয়। যা গত এক বছরের মধ্যে এ শেয়ারের সর্বোচ্চ দর। এরপর থেকে কমতে থাকে এর দর। গত বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৬৩.৬ টাকায় লেনদেন হয়।

গত সপ্তাহের ৪ কার্যদিবসে এ কোম্পানির ১ কোটি ২২ লাখ ১৫ হাজার ৫০০ শেয়ার লেনদেন হয়। এ ছাড়া গত সপ্তাহে টাকার অংকে মোট টার্নওভারের ৫.৪৮ শতাংশ লেনদেন হয়েছে কোম্পানির শেয়ার।

‘এ’ ক্যাটাগরির গোল্ডেন সন ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৯৫০টি। এর মধ্যে ৪৫.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ শতাংশ ও বাকি ৩৩.৭১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/সা/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর