thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

`নির্বাচন বর্জন ও প্রতিহত করুন’

২০১৪ জানুয়ারি ০৪ ১৭:১১:০৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সিকিম মার্কা নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। তিনি এ নির্বাচন বর্জন ও প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন।

জাগপার দফতর সম্পাদক এমএ হাফিজ স্বাক্ষরিত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মবিরোধী ৫ জানুয়ারির ভণ্ডামি ও তামাশার নির্বাচন বর্জন এবং প্রতিহত করুন।

বিবৃতিতে তিনি বলেন, মসনদ ও খুনের নেশায় মাতাল এ সরকার নিজ দেশের ভাইদের বিরুদ্ধে সেনা-বিজিবি-র‌্যাব ও পুলিশকে লেলিয়ে দিচ্ছে। এক ভ্রাতৃঘাতীযুদ্ধে নিরস্ত্র জনগণের প্রতিরোধের দুর্গ সাতক্ষীরা-লক্ষ্মীপুর-রাজশাহী-পলাশবাড়ী-পাটগ্রাম-সীতাকুণ্ডসহ সারাদেশ নিরাপরাধ মানুষের রক্তে লাল হচ্ছে।

(দ্য রিপোর্ট/এইউএ/এসবি/সা/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর