thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন এরশাদ : মিলন

২০১৪ জানুয়ারি ০৪ ১৭:২০:৫৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন।

গণমাধ্যমে শনিবার পাঠানো এক বার্তায় তিনি বলেন, এরশাদ বিশেষ বার্তায় তাকে নির্বাচন বর্জনের সংবাদ গণমাধ্যমে পাঠাতে বলেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বন্দী রেখে এ দেশে যে নির্বাচন হবে, তাতে দলের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে না। এরশাদ এখনো নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে অনড়।

সাইফুদ্দিন মিলনবলেন, তাই আমরাও নির্বাচনে অংশগ্রহণ করবো না। তিনি অবিলম্বে এরশাদের মুক্তির দাবি জানান।

এ দিকে মতিঝিল জাতীয় পার্টির যৌথসভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেছেন, একতরফা নির্বাচন দেশে সংঘাত বাড়াবে। গণতান্ত্রিক রাজনীতি ও জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করলে সংঘাত এমনিতেই অনিবার্য হয়ে পড়ে। বিরোধী দল ও এরশাদবিহীন এই নির্বাচন ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে এই নির্বাচন।

(দ্য রিপোর্ট/সাআ/এমএইচও/জেএম/আরকে/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর