thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

‘প্রহসনের নির্বাচন বন্ধ করুন, খালেদা জিয়াকে মুক্তি দিন’

২০১৪ জানুয়ারি ০৪ ১৭:৪৮:১৮
‘প্রহসনের নির্বাচন বন্ধ করুন, খালেদা জিয়াকে মুক্তি দিন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসন দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। একই সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানায় দলটি। অন্যথায় যে কোনো অনাকাঙ্খিত ঘটনার জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

গুলশানে নিজ বাস ভবনে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক এ সব কথা বলেন।

৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন বদ্ধ ঘরে বর-বধূ সাজিয়ে পুতুলের বিয়ে দেওয়ার মতো মন্তব্য করে ওসমান ফারুক বলেন, ‘এটি একটি পুতুল নাচের নির্বাচন। খেলাঘরে যেভাবে পুতুল খেলার নাচ হয় সেরকম। দেশের জনগণ এই নির্বাচন ইতিমধ্যে প্রত্যাখান করেছে।’

দেশবাসীর উদ্দেশে ওসমান ফারুক বলেন, প্রহসনমুলক একতরফা নির্বাচনকে না বলুন, গণতন্ত্রকে হ্যাঁ বলুন।

তিনি বলেন, আমরা স্পষ্টভাষায় সরকারকে বলে দিতে চাই,এখনো সময় আছে, পাতানো নির্বাচন বন্ধ করে নিজদেরকে ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করুন।

রবিবারের ভোট বর্জনের আহবান জানিয়ে তিনি বলেন, ‘দেশের সকল দল, মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষজনসহ কৃষক, শ্রমিক, ছাত্র-যুবক, আলেম-উলামা ও সর্বোপরি আপামর জনসাধারণকে ভোট কেন্ত্র বর্জনের জন্য আমরা উদাত্ত আহবান জানাচ্ছি।’

দল ও জোট নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার কার্যক্রম চালাচ্ছে বলেও দাবি করেছেন ওসমান ফারুক।

একতরফা নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনের কাছে শেষবারের মতো যাবেন কি-না জানতে চাইলে ওসমান ফারুক বলেন, ‘এই কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান। জনগন একে মানে না। তাই এরকম একটি জনগণ দ্বারা প্রত্যাখান কমিশনের কাছে যাওয়ার প্রশ্নই উঠে না।’

ভারত থেকে আসা আজকাল ও এনডিটিভি‘র দুই সাংবাদিক বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে সহযোগিতা চাইলে তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আপনারা যেয়ে দেখুন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে কাউকে তার বাসায় যেতে দিচ্ছে না।’

‘শুক্রবার রাতে পুলিশি বাঁধার কারণে নিউইয়র্ক টাইমসের একজন সাংবাদিক বিরোধী দলীয় নেতার সঙ্গে দেখা করতে পারেননি। বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তার বাসা অবরুদ্ধ করে রেখেছে।’

ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে আপনি কি মনে করেন, বিরোধী দলীয় নেতা হাউজ এরেস্ট। জবাবে ওসমান ফারুক বলেন, ‘অবশ্যই বিরোধী দলীয় নেতা হাউজ এরেস্ট। তিনি তার বাসা থেকে বেরুতে পারছেন না। কেউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটা কি গৃহবন্দি করে রাখা নয়?’

বিরোধী দলীয় নেতার অবরুদ্ধ অবস্থা সম্পর্কে সরকারের মন্ত্রীকে বক্তব্যকে মিথ্যাচার বলে নিন্দা জানিয়ে দলের উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষকে বিভ্রান্ত করতে মন্ত্রীরা নির্জলা মিথ্যাচার করছে। তাদের বলব, এরকম মিথ্যাচার থেকে সংযত হউন।’

ওসমান ফারুক জানান, ৪৮ ঘণ্টার প্রথম দিনে সারাদেশে তিন শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। যৌথবাহিনীসহ আওয়ামী সন্ত্রাসীদের হাতে লালমনিহাটের পাটগ্রামের সফিরহাটে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি মোবারক হোসেন হত্যাসহ সারাদেশে কয়েকশ নেতাকর্মী আহত হয়েছে। পাশাপাশি বরিশাল মহানগর সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার ও উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এবং চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক শেখ ফরিদ মানিকের বাড়িতে যৌথবাহিনী তল্লাশির নামে ভাংচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন।

(দ্য রির্পোট/টিএস-এমএইচ/জেএম/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর