thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন থেকে বিরত থাকতে আইনজীবীদের আহ্বান

২০১৪ জানুয়ারি ০৪ ১৯:০৫:৪৪
নির্বাচন থেকে বিরত থাকতে আইনজীবীদের আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবার অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনকে এক দলীয়, ভোটারবিহীন ও গণতন্ত্রকে হত্যাকারী উল্লেখ করে নির্বাচন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

একই সঙ্গে এ নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল হক তালুকদার রাজার পরিচালনায় বারের সভাপতি এ জে মো. আলীর সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স রুমে শনিবার সমিতির কার্যনির্বাহী কমিটির সভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় তীব্র নিন্দা জানানো হয়। সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে ২৯ ডিসেম্বর বহিরাগত সন্ত্রাসী কর্তৃক আদালতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানানো হয়। একইসঙ্গে ২৯ ডিসেম্বর ২০১৩ কে কালো দিবস ঘোষণা করে ৬ জানুয়ারি আইনজীবীদের কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ গ্রেফতারকৃত সকল আইনজীবীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও করা হয় এ সভা থেকে।

(দ্য রিপোর্ট/এসএ/এপি/ এনআই/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর