thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

জনগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে : শফিকুর

২০১৪ জানুয়ারি ০৪ ১৯:২১:০৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বৈরশাসকের কবল থেকে দেশকে মুক্ত করবে।’ এ সময় রবিবারের ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ১৮ দল ঘোষিত টানা ৪৮ ঘণ্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহ্বানও জানান তিনি।

এক বিবৃতিতে শনিবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।

শফিকুর বলেন, ‘সরকার দেশের শতকরা ৯০ ভাগ মানুষের দাবি অগ্রাহ্য করে আগামীকাল (রবিবার) একদলীয় প্রহসনের নির্বাচনের নাটক আয়োজন করেছে। এটা কোনো নির্বাচন নয়। জনগণকে জিম্মি করে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকার নেশায় আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার এ ঘৃণ্য পথে অগ্রসর হয়েছে। দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাতে গণতন্ত্র, সংবিধান, দেশ কোনো কিছুই নিরাপদ নয়। তারা একে একে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সর্বশেষে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম, নিপীড়ন চালিয়ে জনগণের অধিকারকে কখনও নিশ্চিহ্ন করা যায় না। যারা রাষ্ট্রশক্তির জোরে ধরাকে সরা জ্ঞান করে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, তাদের করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আওয়ামী লীগকেও সেই একই পরিণতি বরণ করতে হবে।’

(দ্য রিপোর্ট/কেএ/এসকে/ এনআই/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর