thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

গাজীপুরে ১১ টি যানবাহনে আগুন

২০১৪ জানুয়ারি ০৪ ১৯:৩৪:৫৪
গাজীপুরে ১১ টি যানবাহনে আগুন

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর, টঙ্গী, কালিয়াকৈর ও গাজীপুর সদর উপজেলার বিভিন্নস্থানে ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এ সব ঘটনা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঘটে।

অগ্নিসংযোগের ঘটনায় চার যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন দ্য রিপোর্টকে জানান, দু’টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় শনিবার সন্ধ্যার পর একটি পাট বোঝাই ট্রাক, মালেকের বাড়ি এলাকায় দু’টি কাভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুই যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।

তা ছাড়া, শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় একটি বাস, দু’টি সিএনজি অটো টেম্পু, মাওনা এলাকায় একটি কাভার্ড ভ্যান, রাজাবাড়ি এলাকায় একটি কাভার্ড ভ্যান, জৈনা বাজার এলাকায় আরো দুইটি কাভার্ড ভ্যান ও বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

(দ্য রিপোর্ট/এমএফ/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর