thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

কেউ দেখা করতে পারছেন না খালেদা জিয়ার সঙ্গে

২০১৪ জানুয়ারি ০৪ ২০:৪৩:৩১

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে ফিরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ ও সাবেক সচিব আসাফউদ্দৌলা।

শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিট থেকে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তার গুলশানের বাসা ‘ফিরোজা’র সামনে আধাঘণ্টা অপেক্ষা করেন। পরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তাদের দেখা করতে অনুমতি দেওয়া হবে না জানালে সাড়ে ৪টার দিকে তারা চলে যান।

এ সময় ঢাবির সাবেক ভিসি এমাজউদ্দিন আহমদ বলেন, নির্বাচন ছাড়াই ইতোমধ্যে সরকার সংখ্যাগরিষ্টতা পেয়ে গেছে। আগামী কালের নির্বাচন কারও কাছে গ্রহণযোগ্য হবে না। সরকারের উচিত এই বিতর্কিত নির্বাচন থেকে সরে আসা।

সাবেক সচিব আসাফউদ্দৌলা উপস্থিত সংবাদকর্মীদের জিজ্ঞাসার জবাবে বলেন, ‘সব কথা কী বলা যায়?’

এ দিকে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে এমাজউদ্দিন আহমদ ও আসাফউদ্দৌলা চলে যাওয়ার পর সেখানে আসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৭ সদস্যর একটি দল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজার নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দলও সাক্ষাতের অনুমতি না পেয়ে চলে যান।

প্রতিনিধি দলে আরও ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. শাহজাদা, মো. ওয়ালিউর রহমান খান, সদস্য মো. শাহজাহান, আনোয়ারা শিখা, আঞ্জুমান আরা, ফাহিমা নাসরিন মুন্নি।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/সা/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর