thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের বাধা

২০১৪ জানুয়ারি ০৪ ২১:০৩:০৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শনিবার দেশি সাংবাদিকসহ এবার বিদেশি সাংবাদিকদের কাউকে দেখা করতে দিচ্ছে না পুলিশ।

নিউইয়র্ক টাইমস পত্রিকার এশিয়া অঞ্চলের এডিটর অ্যালেন বেরিকে শনিবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে বাধা দেয় পুলিশ। এ সময় বেরির সঙ্গে ছিলেন সাবেক কূটনীতিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।

এ ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় যান ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি’র রিপোর্টার দীপনিতা ব্যানার্জী ও কলকাতার পত্রিকা আজকালের রিপোর্টার মৃদুল কান্তি দাস। কিন্তু তাদের পুলিশ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতি দেয়নি।

এর আগে, শনিবার দুপুরের দিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসার গেট থেকে পুলিশি বাধায় ফিরে যান জাপানের সরকারি টেলিভিশন এনএইচকের এক জাপানি সাংবাদিক ও সুইস রেডিও’র এক সাংবাদিক।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএইচও/জেএম/সা/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর