thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

লাইফ সাপোর্টে জামায়াতের নায়েবে আমির নাজির

২০১৪ জানুয়ারি ০৪ ২১:০৭:৩৭
লাইফ সাপোর্টে জামায়াতের নায়েবে আমির নাজির

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক এ.কে.এম নাজির আহমাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

দলটির পক্ষ থেকে শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তিনি গত ২৭ ডিসেম্বর গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা স্বাভাবিক অবস্থায় আসার পর গত ২ জানুয়ারি তিনি আবারও হৃদরোগে আক্রান্ত হন।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বলেন, ‘অধ্যাপক এ.কে.এম নাজির আহমাদ আটদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন।’

অধ্যাপক এ.কে.এম নাজির আহমাদ দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর নায়েবে আমি হিসেবে দায়িত্ব পালন করছেন।

(দ্য রিপোর্ট/কেএ/এসকে/ এনআই/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর