thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

নখের সুরক্ষা

২০১৪ জানুয়ারি ০৪ ২২:১৫:৩৪
নখের সুরক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক : নখের সুস্থ্যতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচ্ছন্নতা। জলপাই তেল, দুধের সর ও অ্যাসিটোনমুক্ত নেইল পলিশ রিমুভারের ব্যবহার নখকে পরিষ্কার ও সুস্থ্য রাখে। জলপাই তেল ও নেইল পলিশ রিমুভারের ক্ষেত্রে ভালো ব্র্যান্ড বাছাই করুন। আর দুধের সর ঘরে বানিয়ে নিতে পারেন। নখের পরিচর্যার কিছু টিপস নিচে দেওয়া হলো-

১. একটি বাটিতে জলপাই তেল নিন এবং তার মধ্যে নখ চুবিয়ে রাখুন। ১০ মিনিট পর তুলা দিয়ে নখ থেকে অতিরিক্ত তেল মুছে ফেলুন।

২. হাত ভালো করে ধুয়ে হ্যান্ড ক্রিম লাগান। এতে হাত শুকাবে না। সাধারণত শুষ্ক নখ বেশি ভাঙ্গে।

৩. শুষ্কতা এড়াতে অ্যাসিটোনমুক্ত নেইল পলিশ রিমুভার ব্যবহার করুন।

৪. দুধের সর লাগিয়ে হালকাভাবে নখে ম্যাসাজ করুন।

৫. ভালো মানের নেইল বাফার ব্লক দিয়ে ফিনিশিং দিন। এটি নখে রক্ত সঞ্চালনে সাহায্য করে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর