thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

রাজধানীতে বাড্ডায় ট্রাক চাপায় নিহত ১

২০১৪ জানুয়ারি ০৪ ২৩:১৭:৪২
রাজধানীতে বাড্ডায় ট্রাক চাপায় নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মাকের্টের সামনে শনিবার রাত পৌনে ১১টায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে বাড্ডা থানার এসআই মশিউর দ্য রিপোর্টকে জানান, ‘ট্রাকের ধাক্কায় নিহত লোকটিকে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাচ্ছি।’

আততায়ী ট্রাকটির কী ব্যবস্থা নিবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগে মৃত ব্যক্তিকে নিয়ে তো একটা ব্যবস্থা করতে হবে। তারপর বাকি সিদ্ধান্ত নিবো।’

পাশ থেকে বাড্ডা থানার আরেক এসআই আমিনুল দ্য রিপোর্টকে জানান, আমরা মৃত ব্যক্তির ব্যাপারে শাহবাগ থানার সাহায্য নিবো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে থেকে রিকশায় করে যাচ্ছিলেন চারজন আরোহী। তাদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ ছিলেন। হোসেন মার্কেটের সামনে আসার পর পেছন থেকে একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১০৭৪৫) ধাক্কা দেয়। মহিলাদের মধ্যে অল্পবয়সী একজন মেয়ে ছিল। তার অবস্থা গুরুতর। দুর্ঘটনার পরপরই তাকে নিকটস্থ বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, অবস্থা বেশি শোচনীয় হওয়ায় মেয়েটিকে হাসপাতালে রাখা হয়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আহত রিকশাওয়ালা মোহাম্মদ মিজান দ্য রিপোর্টকে জানান, ‘আমি টেরাকটারে সিগনাল দিছি। কিন্তু হেয় আমার রিকশারে চাপা মারছে। পরে হুনলাম বেরেক ফেল করছে। রিকশার চাকা বাকা অইয়া যাওনের পর মহিলারা লাফ দিয়া রাস্তায় নাইমা গেছে। কিন্তুক ব্যাডাডা পইরা গেল। আর টেরাকটায় হের উপরে উডাইয়া দিছে। হের পরেই আরেকটা টেরাক (খুলনা মেট্রো ট-০২০০৫৮) আইয়া আমার রিকশাডারে আবার ধাক্কা দিছে।’

ঝিনাইদহ থেকে আসা মালবোঝাই ট্রাকটি (ঝিনাইদহ ট-১১০৭৪৫) ব্রেক ফেল করে অজ্ঞাতনামা ব্যক্তিকে চাপা দেয়। আর মেসার্স ন্যাশনাল ফার্নিচারের সামনের দিকের শাটারে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই দুইটি ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/আইএফ/এআই্এম/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর