thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশের মানব পতাকা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে

২০১৪ জানুয়ারি ০৫ ০৫:২০:২১
বাংলাদেশের মানব পতাকা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে

দ্য রিপোর্ট ডেস্ক : মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর-২০১৩ সালে নির্মিত ২৭ হাজারের বেশি বাঙালির অংশগ্রহণে গড়ে তোলা মানব পতাকা বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের শনিবার ওয়েবসাইটে বাংলাদেশের এ রেকর্ডের কথা বলা হয়েছে।

শেরে বাংলা নগরের প্যারেড গ্রাউন্ডে ১৬ ডিসেম্বর বাংলাদেশিদের গড়ে তোলা মানব পতাকার ওয়েবসাইটে ‘লার্জেস্ট হিউম্যান ন্যাশনাল ফ্ল্যাগ’ স্বীকৃতি পেয়েছে।


এ আয়োজনের উদ্যোক্তা ছিল মোবাইল ফোন অপারেটর রবি। বাংলাদেশের জাতীয় পতাকা ২৭ হাজার ১১৭ জন কিশোর-কিশোরী লাল ও সবুজ বোর্ড মাথার ওপর তুলে ধরে তৈরি করেন। যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অনুমোদিত পর্যবেক্ষকদের উপস্থিতিতে ‘লাল-সবুজের বিশ্বজয়’ শিরোনামে এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী।
এর মধ্য দিয়ে ২০১২ সালে পাকিস্তানের করা জাতীয় মানব পতাকার রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ।

বাংলাদেশের এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব পতাকা তৈরিতে সম্পৃক্ত সেনাবাহিনী, আয়োজক, উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন বলে তার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএইচও/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর