thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মণিরামপুরে ভোটকেন্দ্র ও পুলিশের গাড়িতে আগুন

২০১৪ জানুয়ারি ০৫ ১১:২৬:৩১
মণিরামপুরে ভোটকেন্দ্র ও পুলিশের গাড়িতে আগুন

যশোর সংবাদদাতা : মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা ভোটকেন্দ্রে আগুন দিয়েছে নির্বাচনবিরোধীরা। রবিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় আতঙ্কে ভোটাররা দিগ্বিদিক ছোটাছুটি করে ও ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

এদিকে যশোর-৫ (মণিরামপুর) আসনের ১২টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। বোমা হামলা, ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া পুলিশের গুলিতে দুই শিবিরকর্মী আহত হয়েছেন।

উপজেলা রিটার্নিং অফিসার শরীফ নজরুল ইসলাম জানান, উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবলকাটি মাধ্যমিক বিদ্যালয়, কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোজগাতি ইউনিয়ন পরিষদ, হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর হাফিজিয়া মাদ্রাসা, পোড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গা মহিষদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

এদিকে সকালে হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালালে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালালে দুই শিবিরকর্মী আহত হয়।

মণিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন জানান, অনেক স্থানে ঝামেলা হয়েছে। এখন কথা বলতে পারব না।

(দ্য রিপোর্ট/জেএম/এএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর