thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ফেনীতে যৌথবাহিনীর গুলিতে যুবদলকর্মী নিহত

২০১৪ জানুয়ারি ০৫ ১১:৩৭:০৫
ফেনীতে যৌথবাহিনীর গুলিতে যুবদলকর্মী নিহত

দ্য রিপোর্ট সংবাদদাতা : ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঁইয়া) উত্তর চরচান্দ্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকালে ছয় যুবদলকর্মী যৌথবাহিনীর গুলিত আহত হয়েছেন। পরে আহত আরীফ মো. আবু মুসা (৩৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রবিবার সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুমন, শহীদ, জামশেদ, একরাম ও তারেক। তাদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে, ব্রাক্ষ্মণবাড়িয়ার কান্দিপাড়া তোফায়েল আজম কিন্ডারগার্টেন স্কুল ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে নির্বাচনবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। রবিবার সকাল ৯টার পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

বাগেরহাটের মোড়লগঞ্জের হোগলা বুনিয়া ইউনিয়নের ৮০নং বি হোগলা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। তবে ওসি আজিজুল হক বিষয়টি অস্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/সংবাদদাতা/এমএআর/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর