thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ঢাকা ১৫ আসনে এখলাস উদ্দিনের নির্বাচন বর্জনের ঘোষণা

২০১৪ জানুয়ারি ০৫ ১২:৪৫:২৯
ঢাকা ১৫ আসনে এখলাস উদ্দিনের নির্বাচন বর্জনের ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ একলাস উদ্দিন মোল্লা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী এজেন্ট ও পোলিং অফিসারদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে রবিবার সাড়ে এগারটার সময় তিনি নির্বাচন কমিশনে গিয়ে এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ১২৯ টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্রে তার প্রতিপক্ষের কর্মীরা দখল করেছে। ব্যাপক জাল ভোট দিচ্ছে।

এর আগে রবিবার সকালে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন।

হাতী মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ওই প্রার্থী বলেন, এ আসনের ইব্রাহীমপুর, মনিপুরী-২, ব্রাইট ডাউন, বাইশটলা কেন্দ্রসহ ১৫-২০টি কেন্দ্র থেকে তার দলীয় এজেন্ট ও পোলিং অফিসারদেরকে আওয়ামী লীগের লোকজন কেন্দ্র থেকে বের করে দিয়েছে। একই সঙ্গে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

(দ্য রিপোর্ট/ আরইচ/এসএ/ এএইচএস/ এমডি/ জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর