thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দুপুর পর্যন্ত ভোটশূন্য সাতক্ষীরার ৩ কেন্দ্র

২০১৪ জানুয়ারি ০৫ ১৩:২৭:২৯
দুপুর পর্যন্ত ভোটশূন্য সাতক্ষীরার ৩ কেন্দ্র

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সদর আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে রবিবার দুপুর পৌনে ১টা পর্যন্ত কোনো ভোট পড়েনি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৭৬। নির্বাচনী কোনো এজেন্টকেও এ সময় পর্যন্ত দেখা যায়নি।

প্রিসাইডিং অফিসার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়া গোদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো ভোট পড়েনি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৮৫। নির্বাচনী কোনো এজেন্টকেও এখানে দেখা যায়নি।

প্রিসাইডিং অফিসার আফতাবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শংকর কুমার রায় দ্য রিপোর্টকে জানান, দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত এ কেন্দ্রে কোনো ভোট পড়েনি। এখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৬৭।

এ ছাড়া জেলার তালা উপজেলার নাংলা ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আসার সময় এক ভোটারের বাইসাইকেল পুড়িয়ে দেয় জামায়াত-শিবিরকর্মীরা। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

একই উপজেলার ইসলামকাঠি ইউনিয়নে ভ্যানচালক আব্দুর রশীদকে মারধর করে জামায়াত-শিবিরকর্মীরা। তার অপরাধ সে ভোটারদের ভোটকেন্দ্রে আনা-নেওয়া করছিল। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে উপস্থিত হয়ে ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এম/এমএআর/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর