thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টুকুর ছেলের বিরুদ্ধে ভোট ছিনতাইয়ের অভিযোগ

২০১৪ জানুয়ারি ০৫ ১৩:২৭:২৩
টুকুর ছেলের বিরুদ্ধে ভোট ছিনতাইয়ের অভিযোগ

পাবনা সংবাদদাতা : পাবনা-১ আসনে (বেড়া-সাঁথিয়া) চারটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ও ব্যক্তিগত সহকারীর নেতৃত্বে ভোট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

প্রিসাইডিং কর্মকর্তা, স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ও প্রত্যক্ষদর্শীরা দ্য রিপোর্টকে জানান, ষাটিয়াকোলা ইবতেদায়ী মাদ্রাসার দুটি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের লাঞ্ছিত করে ও ভয়ভীতি দেখিয়ে ৪৭৫টি ভোট ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়েছে নৌকা মার্কার সমর্থকরা। প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিষয়টি তিনি ইউএনওকে অবহিত করেছেন।

সাঁথিয়া শহীদনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে একইভাবে ২৩৮টি ভোট কেটে নিয়েছে নৌকা মার্কার সমর্থকরা। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, এই ভোট অবৈধ ভোট। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদের পোলিং এজেন্ট আমিনুল ইসলাম দাবি করেছেন, আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে আশিক আল শামস ও এপিএস আনিসুজ্জামানের নেতৃত্বে একদল লোক অস্ত্রসহ দুটি মাইক্রোবাসে করে ভোটকেন্দ্রে আসেন। তারা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের লাঞ্ছিত করে ভোট কেটে নিয়েছেন।

এ ছাড়াও কাশীনাথপুর ইউনিয়নের হুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/এএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর