thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গাংনীর ভোটকেন্দ্র থেকে ককটেলসহ আটক ২

২০১৪ জানুয়ারি ০৫ ১৩:৩০:১৪
গাংনীর ভোটকেন্দ্র থেকে ককটেলসহ আটক ২

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি ককটেলসহ ইমরান নামে একজনকে আটক করেছে পুলিশ।

গাংনী থানার এসআই একরামুল হক জানান, রবিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রামকৃষ্ণপুর ধলা ভোটকেন্দ্রে নাশকতা করার জন্য সে ককটেল বহন করছিল।

এদিকে সকাল পৌনে ৯টার দিকে দেবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের কর্মী আবুল বাশারকে আটক করেছে পুলিশ।

এএসপি আব্দুল জলিল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল বাশারকে গাংনী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম জানান, ৮০টি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর