thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভোট দিতে নয়…

২০১৪ জানুয়ারি ০৫ ১৩:৫৭:৪৭
ভোট দিতে নয়…

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভোট দিতে নয়, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার লিস্টের নম্বর মিলাতে সরগরম ছিল ঢাকা-১৫ আসনের শেওড়াপাড়া এলাকা। মনিপুর স্কুল ৩নং শাখায় গিয়ে কোনো লাইন কিংবা ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে ভোটার লিস্টে নিজের নম্বরটি কত তা দেখার জন্য বেশ ভিড় ছিল।

আবার অনেকে ভোট দিতে এসে ভোটার লিস্টে নিজের নাম না পেয়ে ক্ষোভ জানিয়েছেন দ্য রিপোর্টের এই প্রতিবেদকের কাছে।

আব্দুল করিম নামের এক ব্যবসায়ী জানান, গত নির্বাচনে তিনি ঢাকা-১৫ এর ৮৮ নম্বর কেন্দ্রে ভোট দিলেও এবার তার নাম নেই। তাই ভোট না দিয়েই চলে যাচ্ছেন।

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভোট দিলে কি আমরা স্বর্গে চলে যাবো? আপনারাই স্বর্গে যাবেন জেতার পর।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার লিস্টের নম্বর না পাওয়ায় অনেকেই ভোট না দিয়ে বাসার দিকে রওনা দিয়েছেন।

দ্য রিপোর্টের কাছে অনেকেই অভিযোগ করে বলেন, ভাই আপনারা কিছু করেন। আমরা ভোট দিতে এসেও দিতে পারছি না। এত অব্যবস্থাপনা, আগে জানলে আসতামই না।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/এএল/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর