thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

তারা হাসির পাত্র

২০১৪ জানুয়ারি ০৫ ১৪:৪৮:৩৯
তারা হাসির পাত্র

ইসহাক ফারুকী, দ্য রিপোর্ট : মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাসির পাত্রে পরিণত হলেন লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ ও শামীম শাহেদ। আর তাদের এই কাণ্ডকারখানা ঘটেছে জুয়েল রানার ‘হাসির পাত্র’ টেলিফিল্মে। শুটিং স্পট ঘুরে এসে প্রতিবেদনটি দ্য রিপোর্টের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

শুটিং স্পটে প্রবেশ করতেই দেখা গেল ফারুক আহমেদকে। একটি নতুন লুঙ্গি পরে ঘোরাফেরা করছেন। লুঙ্গির সিল এখনও তোলা হয়নি। তিনি বললেন, ‘এটা টেলিফিল্মের অংশ। তবে আরোপিতভাবে কোনো কিছু করব না। দর্শক এমনিতেই দেখলে বুঝতে পারবে।’

মাহফুজ রহমান রচিত ও জুয়েল রানা পরিচালিত ‘হাসির পাত্র’ টেলিফিল্মের পাত্র-পাত্রীদের দেখা গেল। লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, শামীম শাহেদ, কাজী আমিনুর সোফায় বসে আছেন। শামীম শাহেদকে দেখে বোঝা গেল, সে-ই পাত্র। স্ক্রিপ্ট পড়তে পড়তে লাজুক দৃষ্টি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। আবার চেহারা পরিবর্তিত করে ফেলছেন। অন্যদিকে বাকিরাও স্ক্রিপ্ট নিয়ে মহড়া দিচ্ছেন।

একপাশে ভিট সুন্দরী আশাকে দেখা গেল, বউ বউ ভাব নিয়ে মেকআপ রুমে বসে আছেন। বললেন, ‘কাজ করে খুব মজা পাচ্ছি, মজার একটি গল্প।’

এদিকে চিত্রগ্রাহক মশিউর রহমান জিমি জিব আর্মে ক্যামেরা বসিয়ে শট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ পরিচালকের ডাকে সবাই নড়েচড়ে বসলেন। অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে চিত্রায়ন শুরু হয়ে গেল।

মেয়ের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসে ছেলে, ছেলের চাচা ও ছেলের মামা। ছেলের মামার পায়জামার ফিতে না খোলা এবং এ নিয়ে সৃষ্ট বিড়ম্বনার গল্পই ‘হাসির পাত্র’।

চমকপ্রদ সংলাপে ভরপুর এই টেলিফিল্মটিতে ছেলের চাচা (লুৎফর রহমান জর্জ) বলেন, ‘রবীন্দ্রনাথ তার একটি কবিতায় লিখেছেন, প্রভু, বল দাও মোরে, বল দাও। আরে এখন বল দিয়ে কি হবে? এখন দরকার শিক্ষা। শিক্ষা নাই বলেই তো দেশের এই অবস্থা। শিক্ষার আগে বল দিয়ে কি হবে?’ প্রতিউত্তরে ছেলের মামা (ফারুক আহমেদ) বলেন, ‘হ ঠিক কইছেন, শিক্ষার পরে না বল দিয়ে খেলাধুলা করবে।’

শট নেওয়ার পর পরিচালকসহ সবাই হেসে ফেললেন। দৃশ্য ধারণ শেষে পরিচালক জুয়েল রানা বললেন, ‘নতুন বছরের শুরুতেই তিনদিন শুটিং করলাম। বেশ মজা করেই কাজ করছি আমরা। নির্মাণ শেষ হওয়ার পর কোন একটি বেসরকারি চ্যানেলে দেব।’

‘হাসির পাত্র’ টেলিফিল্মের ইউনিট অন্য দৃশ্যের প্রস্তুতি নেওয়ার সময় সবার কাছে বিদায় নিয়ে চলে এলাম।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/এএল/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর