thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

খুলনায় হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়

২০১৩ অক্টোবর ২৮ ১৭:০৮:৪০
খুলনায় হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : গঠিত হতে যাচ্ছে আরো একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয়টির নাম খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। এজন্য ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ২০১১ সালে খুলনা গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এ আইনটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নতুন এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানাতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আওতায় ছয় মাসের ইন্টার্নশিপ করবেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুজন অগ্রণী কৃষি উদ্যোক্তাকে অন্তর্ভুক্ত করা হবে।

(দিরিপোর্ট২৪/রানা/ এমডি/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর