thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সাড়ে সাত ঘণ্টায়ও ভোট পড়েনি!

২০১৪ জানুয়ারি ০৫ ১৫:৪৬:০২
সাড়ে সাত ঘণ্টায়ও ভোট পড়েনি!

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথের রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাড়ে সাত ঘণ্টায় কোনো ভোটার আসেননি, ভোটও দেননি। এ ভোটকেন্দ্রটি বিএনপির নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর বাড়ির পাশেই। রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ ভোট দিতে আসেননি।

বিকেল ৩টায় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারের কোনো লাইন নেই। সুনসান নীরবতা। কেবল ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এ নির্বাচনে জাতীয় পার্টির ইয়াহিয়াহ চৌধুরী এহিয়া লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বজলুর রহমান দ্য রিপোর্টকে বলেন, এখন পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) কোনো ভোটার ভোট দিতে আসেননি। তবে এখনো ভোটার আসতে পারেন বলে তিনি মনে করেন।

এ দিকে দুপুর ১২টার দিকে কেন্দ্রের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শীত ও ককটেল বিস্ফোরণের কারণে হয়ত ভোটার আসছেন না।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/এসএ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর