thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

২০১৪ জানুয়ারি ০৫ ১৫:৪৮:৪০
সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান রতন সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও নানা অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার বেলা সোয়া ১২টার দিকে বেলকুচির সোহাগপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি অভিযোগ করেন, সরকারদলীয় প্রার্থী তার লোকজন দিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়ে নৌকা মার্কায় সিল মারছে। বিষয়টি জেলা রিটার্নিং অফিসারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এসএ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর