thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ভারতের

২০১৪ জানুয়ারি ০৫ ১৬:১৩:২৬
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। বিজয় জল ও সঞ্জু সামসনের সেঞ্চুরিতে প্রতিযোগিতার ফাইনালে তারা ৪০ রানে হারিয়েছে পাকিস্তানকে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩১৪ রান তুলেছিল ভারত। সেঞ্চুরি করেছেন ম্যাচ সেরা বিজয় (১০০)। সমান ১০০ রান করেছেন সতীর্থ সামসন।

জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৪ রান করতে সক্ষম হয়েছে পাকিস্তান। দল না জয় পেলেও একাই বুক চিতিয়ে লড়াই করেছেন সিরিজ সেরা কামরান গুলসান। অপরাজিত ১০২ রান করেছেন এই তরুণ তুর্কি। ৩টি উইকেট পেয়েছেন ভারতের কুলদীপ নায়ার।

গত বছরও প্রতিযোগিতার শিরোপা জিতেছিল ভারত। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

(দ্য রিপোর্ট/সিজি/এসএ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর